সিদ্ধ মিষ্টি ভুট্টার উপকারিতা, Benefits of Boiled sweet corn
মিষ্টি সিদ্ধ ভুট্টার উপকারিতা - মিষ্টি ভুট্টার মধ্যে আছে প্রচুর পরিমানে ডায়টারি ফাইবার যা পাচন তন্ত্র কে সুস্থ রাখতে সহায়তা করে ।
এটি কোলন ক্যান্সার এর ঝুঁকি কমাতে সাহায্য করে। মিষ্টি ভুট্টার মধ্যে আছে প্রচুর পরিমানে কার্বোহাইডেরট যা শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। দৃষ্টি শক্তির উন্নতির জন্যে মিষ্টি ভুট্টা খুবই কার্যকর। এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন - এ চোখের স্বাস্থ্য ভালো রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মিষ্টি ভুট্টার মধ্যে আছে ভিটামিন - সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
স্বাস্থ্যকর ত্বকের জন্যে মিষ্টি ভুট্টার জুড়ি মেলা ভার ।এর মধ্যে থাকা আন্টি অক্সিডেনট ও ভিটামিন - ই আমাদের ত্বকের জন্যে খুবই উপকারী ।
কোলেস্টেরল কমাতে সাহায্য করে মিষ্টি ভুট্টা। এর মধ্যে থাকা দ্রব্নীয় ফাইবার দেহের কোলেস্টেরল কমিয়ে আমাদের হৃদ যন্ত্র কে সুস্থ রাখতে সহায়তা করে ।
কিভাবে খাবেন মিষ্টি ভুট্টা? -একটি পাত্রে র মধ্যে পরিমান মত জল এবং জলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে তাতে মিষ্টি ভুট্টার দাঁনা গুলো দিয়ে ওভেনে বসাতে দিতে হবে। মিনিট ১০ এর মধ্যে মিষ্টি ভুট্টার দাঁনা গুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে কাচা - লংকা কুচি একটু পাতি লেবুর রস ভালো ভাবে মিশ্রণ করে সেটিকে খাওয়ার জন্যে পরিবেশন করুন।
Translate to English - Benefits of sweet Boiled corn– Sweet corn is rich in dietary fiber which helps in keeping the digestive system healthy.
It helps reduce the risk of colon cancer. Sweet corn is rich in carbohydrates which help in increasing the body's energy. Sweet corn is very effective for improving eyesight. The beta carotene, vitamin A contained in it keeps the eyes healthy. Increases immunity. Sweet corn contains vitamin C which boosts our immune system.
Sweet corn is effective for healthy skin -
Sweet corn is very Benifecial for healthy skin. Anti-oxidants and vitamin-E in it are very beneficial for our skin.
Sweet corn helps lower cholesterol. The soluble fiber in it helps to keep our heart healthy by reducing cholesterol in the body.
How to eatBoiledsweetcorn?
- Mix some water and a little salt in a bowl and put it in the oven with the sweet corn kernels. After 10 minutes, when the sweet corn kernels are boiled, drain the water well and mix it with raw green chillies and a little lemon juice and serve it to eat Read more - Benefits of Raw Chickpeas https://gurumaa123456.blogspot.com/2023/03/Benefits%20of%20chickpeas%20.html
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন